World Teachers' Day 2016
What is World Teachers’ Day?
World Teachers’ Day is held annually on 5 October and is a UNESCO initiative. Teachers are the backbone of education systems in any society and this day across the world teachers’ contributions are celebrated.
How is English in Action celebrating this day?
EIA will be celebrating World Teachers’ Day on 5th October this year with thousands of teachers around Bangladesh through a social media campaign.
EIA is engaging teachers through Facebook and Twitter. Teachers are sending messages and photos / videos expressing their feelings mentioning ‘one of their favourite things about being a teacher’.
Through social media, EIA at intervals will share their messages, show how teachers feel about their profession, and are changing lives of millions across Bangladesh.
If you are a teacher be part of this campaign!
You can celebrate with us through sendingyour message about ‘one of your favourite things about being a teacher” along with the message and a photo of what it is or a 20 seconds video clip. For example, this can be your classroom, your students, your feeling about the change you make in someone’s life.
Send your photo/video with your name, school, upazila, contact number by:
Option A:
Option B: visit our Facebook page https://www.facebook.com/EnglishInActionBangladesh/ and inbox us.
Option C: email us at info@eiabd.com
For any support you can call us at: +880 17 6177 5075
Note:
- Your photo must be below 3 mb. Don’t forget to write a message.
- Your video file must be within 20 seconds and not more than 20 mb.
- The entries will be open till October 4, 2016.
World Teachers’ Day কী?
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেস্কো) ৫ই অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসাবে পালন করে আসছে। শিক্ষকরা হচ্ছেন দেশের শিক্ষাব্যবস্থার কর্ণধার। তাই এই দিনটিতে শিক্ষাক্ষেত্রে সারাবিশ্বের শিক্ষকদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।
EIA কীভাবে এই বিশ্ব শিক্ষক দিবসটি উদযাপন করতে যাচ্ছে?
EIA তার সহস্রাধিক শিক্ষকের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইনের মধ্য দিয়ে ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসটি উদযাপন করতে যাচ্ছে।
এ প্রয়াসে EIA শিক্ষকদের ফেইসবুক এবং টুইটারে সংযুক্ত করতে আগ্রহী। শিক্ষকরা তাদের পেশার সবচেয়ে উপভোগ্য বিষয়টি মেসেজ এবং ছবি অথবা ভিডিওর সহায়তায় EIA’র সাথে শেয়ার করবেন।
EIA এ মেসেজগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবে। ফলশ্রুতিতে শিক্ষকরা তাদের পেশাকে কীভাবে দেখছেন এবং কীভাবে তারা বাংলাদেশের হাজারো মানুষের মধ্যে পরিবর্তন আনছেন এ বিষয়টির একটি চিত্র পাওয়া যাবে।
আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন তবে অবশ্যই এই ক্যাম্পেইনে অংশ নিন!
শিক্ষক হিসেবে আপনার পেশার আপনার সবচেয়ে উপভোগ্য বিষয়টি মেসেজ আকারে শেয়ার করার মাধ্যমে আপনিও আমাদের সাথে এই দিবসটি উয্যাপন করতে পারেন। মেসেজের সাথে থাকবে একটি ছবি অথবা ২০ সেকেন্ডের ছোট্ট একটি ভিডিও যেমন এটি হতে পারে আপনার ক্লাসরুম, আপনার শিক্ষার্থী, আপনি আপনার কোনো শিক্ষার্থীর জীবনে কোনো পরিবর্তন এনে থাকলে সে সম্পর্কে আপনার উক্তি ইত্যাদি।
আপনার নাম, স্কুলের নাম, আপনার উপজেলা এবং মোবাইল নম্বর সহ আপনার মেসেজ এবং ছবি/ভিডিও নিম্নলিখিত অপশনগুলোর যে কোনো একটি ব্যবহার করে আমাদের কাছে পাঠাতে পারেন।
Option A (অপশন ক):
Option B (অপশন খ): আমাদের ফেইসবুক পেজ দেখুন https://www.facebook.com/EnglishInActionBangladesh/ এবং এই পেজ এর inbox অপশনে গিয়ে আপনার ছবি/ভিডিও এবং মেসেজ পাঠান।
Option C (অপশন গ): আমাদেরকে এই info@eiabd.com ঠিকানায় ইমেইল করুন।
এ সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য এই নম্বরে যোগাযোগ করুন: ০১৭৬১-৭৭ ৫০৭৫
নোট:
- আপনার ছবিটি পাঠানোর আগে তা ৩ মেগাবাইটের নিচে আছে কিনা দেখে নিন। ছবির সাথে একটি মেসেজ লিখতে ভুলবেন না।
- আপনি যদি ভিডিও শেয়ার করে থাকেন তবে তা যেন ২০ সেকেন্ডের বেশিনা হয় এবং অবশ্যই ২০ মেগাবাইট সাইজের মধ্যে থাকে।
Last date 4th October for entry.